
Tripura Football: মধ্যপ্রদেশে অনুষ্ঠিত বিসি রায় ট্রফিতে ত্রিপুরার প্রথম ম্যাচ ২৭শে।
টিএসএন ডেস্ক, আগরতলা।। বি সি রায় ট্রফি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। আসর মধ্যপ্রদেশে। আগে এই টুর্নামেন্টটি মীর ইকবাল ট্রফি নামে পরিচিত ছিল। টায়ার ওয়ানের চার দল দিল্লি, গোয়া,পাঞ্জাব ও তেলেঙ্গানার লীগ টুর্নামেন্ট শুরু হচ্ছে রবিবার থেকে। ত্রিপুরা দল খেলবে টায়ার টু-তে। টায়ার টু-তে আরও তিনটি দল হলো আন্দামান এন্ড নিকোবর, হিমাচল প্রদেশ…