
Tripura Football: ত্রিবেণীর সঙ্গেও ছন্নহীন পুলিশ। ভাগ করলো পয়েন্ট।
টিএসএন ডেস্ক, ১৮ জুন।। আবারও পয়েন্ট ভাগ। এবার পয়েন্ট ভাগ করলো ত্রিবেণী সংঘ এবং পুলিশ আর সি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত সোনারতরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি শেষ হয় গোল শূন্য ভাবে। এদিন কোনও দলই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। অনেকটা ছন্নছাড়া ফুটবল খেলেছে দু দলের ফুটবলাররা। ফলে এক সময়…