
Tripura football: আজ রাখাল শিল্ডের ফাইনাল, রাজ্যে দিকপাল ফুটবলার গৌতম।
টিএসএন ডেস্ক,২২ জুলাই।। আজ রাখাল শিল্ডের মহারণ । খেতাবি দখলের লড়াই মুখোমুখি হবে ফরোয়ার্ড ক্লাব এবং ব্ল্যাড মাউথ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। ঐদিন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচের জন্য বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন দিকপাল ফুটবলার গৌতম সরকার। তিনি ইতিমধ্যেই আগরতলায় এসে…