Tripura Football: নাইন বুলেটসের কাছে ফ্রেন্ডস ইউনিয়নের পরাজয়। ফলাফল ৫-১
টিএসএন ডেস্ক,১৪ আগস্ট।। আরও একটা দুরন্ত জয় নাইন বুলেটস-এর। অপরাজেয়র ধারা অক্ষুন্ন রেখেই এগোচ্ছে নাইন বুলেটস ক্লাব। প্রথম ডিভিশন লীগে এ পর্যন্ত ২৬ তম ম্যাচের পর নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলে নাইন বুলেটস এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। বৃহস্পতিবার নাইন বুলেটস ক্লাব পাঁচ-এক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে।…

