
Tripura Football: ফরোয়ার্ডের পর টাউন ক্লাবের জালে আটকে গেলো লাল বাহাদুর
টিএসএন ডেস্ক,৩১ জুলাই।। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগ করলো টাউন ক্লাব। ফরোয়ার্ডের পর এবার লাল বাহাদুর ব্যামাগারের পয়েন্ট ভাগ করলো সুজিত ঘোষের ছেলেরা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্ট্রেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত দু দলের ম্যাচটি শেষ হয় গোল শূন্যভাবে। তেমন আহামরি খেলতে পারেননি দু দলের ফুটবলাররাই।…