
Tripura Football: দ্বিতীয় ডিভিশন ফুটবল: খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাবে মৌচাক।
টিএসএন ডেস্ক,,৫ জুন।। স্বপ্ন প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করা। তবে এ নিয়ে এখন থেকেই ভাবতে নারাজ। আপাতত প্রথম স্বপ্ন ত্রিপুরা স্পোর্টস স্কুলের হার্ডেলস টপকানো। ৯ জুন দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মৌচাক ক্লাব। প্রতিপক্ষ ত্রিপুরা স্পোর্টস স্কুল। ওই ম্যাচের দিকেই এখন লক্ষ্য মৌচাক কর্তাদের। সকলে বিশ্বাস করেন স্পোর্টস স্কুলকে হারাতে পারলেই…