
Tripura Football : প্রয়াত ফুটবলারের পরিবারকে আর্থিক সহায়তা রামকৃষ্ণ ক্লাবের।
টিএসএন ডেস্ক,১৮ এপ্রিল।। প্রয়াত ফুটবলার অলক জমাতিয়ার পরিবারের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ ক্লাব। গেল দু বছর রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলেছিলেন অমরপুরের বন্দরঘাটের ওই গোলরক্ষকটি। পয়লা বৈশাখ মারা যায় সে। ২৫ বছর বয়সি ওই ফুটবলারটি বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে ওই ক্লাবের স্পোর্টস কমিটির দায়িত্ব থাকা অমিত কুমার দেব এবং ক্লাবের…