
Tripura Cricket: শুরু হচ্ছে রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটের আসর।উদ্বোধনী দিনে পাঁচটি ম্যাচ।
টিএসএন ডেস্ক,১৩ জুলাই।। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের ক্রিকেটের আসর শুরু সোমবার থেকে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ।এম বি বি স্টেডিয়ামে সদর মহকুমা খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে, মোহনপুরের তালতলা স্কুল মাঠে বিশালগড় মহকুমা খেলবে মোহনপুর মহকুমার বিরুদ্ধে, উদয়পুরের জামজুরি স্কুল মাঠে উদয়পুর মহকুমা খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সাব্রুম মহকুমা…