
Tripura Cricket: সিনিয়র ক্রিকেটে মতি-র ৭ উইকেট সেমিফাইনালের পথে সাব্রুম মহকুমা।
টিএসএন ডেস্ক, ২৯ জুন।। পরাজয়ের হ্যাটট্রিক করলো খোয়াই মহকুমা। অপরদিকে দুটি ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলো সাব্রুম মহকুমা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে প্লেট গ্রুপে। বিদ্যাপীঠ মাঠে শনিবার মূলত দাপট দেখান প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার সাব্রুমের মতি ত্রিপুরা। মতি-র ভেলকিতে কার্যত কুপোকাৎ হয়ে গেলো খোয়াই মহকুমা। এদিন সকালে টসে জয় লাভ…