
Tripura Cricket: বিশালগড়ের সস্তা নাটক, জয়ী উদয়পুর।
টিএসএন ডেস্ক,২৩ জুন।। সস্তা নাটকে হার মানতে হলো বিশালগড় মহকুমাকে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত পরাজিত হতে হলো বিশালগড় মহকুমাকে। নিয়মানুযায়ী খেলার মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই শেষ। কিন্তু এদিন উদয়পুরের বিরুদ্ধে মাঝপথে মাঠ খেলার উপযুক্ত নয় ওই অজুহাতে খেলতে অস্বীকার করেন বিক্রম কুমার দাসের নেতৃত্বে বিশালগড় দল। ম্যাচ রেফারি সহ আম্পায়াররা দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমার ক্রিকেটারদের…