
Tripura Cricket: উদীয়ানের শতরান। সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে ফাইনালে সোনামুড়া।
টিএসএন ডেস্ক,২৪ জুলাই।। ফাইনালে উঠলো শক্তিশালী সোনামুড়া মহকুমা। কাঞ্চনপুরকে বিধ্বস্ত করে। সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া মহকুমা ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে কাঞ্চনপুর মহকুমাকে। ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় সোনামুড়া মহকুমা। এদিন ব্যাটট হাতে ২২ গজে দীর্ঘদিন পর জ্বলে উঠেছিলেন মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত উদিয়ান বসু। করেন ঝলমলে…