
Tripura School Cricket: লংতরাইভ্যালির চ্যাম্পিয়ন মনুঘাট স্কুল ।
টিএসএন ডেস্ক,১৯ জুলাই।। সুরজ গুরুং এবং রাজ মালাকারের অনবদ্য ব্যাটিং। চতুর্থ উইকেটে ১৩৯ রানের অপরাজিত পার্টনারশীপ করে মনুঘাট স্কুলকে মহকুমার সেরা করে এই দুজন। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্ত: স্কুল ক্রিকেটে। শুক্রবার ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আসরের ফাইনাল ম্যাচটি। তাতে মনুঘাট স্কুল ৭ উইকেটে পরাজিত করে ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুলকে। সকালে টসে জয়লাভ করে…