
Tripura Cricket: ব্লাডমাউথের বিরুদ্ধে প্রথম দিনেই চালকের আসনে সংহতি।
টিএসএন ডেস্ক,১৮ জুন।। জে সি লীগের অপর খেলাটিও বৃষ্টি বিঘ্নিত অবস্থায় ধুঁকছে। প্রথম দিনের খেলায় ব্লাড মাউথের প্রারম্ভিক ব্যাটসম্যানরা প্রত্যাশিত ভাবেই ব্যর্থ। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি ঘটলে ব্যাটার্সরাও রান সংগ্রহে সক্ষম হবেন বলে অনুমেয়। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত যোগেশ চক্রবর্তী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায়। পুলিশ ট্রেনিং একাডেমী মাঠে ব্লাডমাউথ বনাম…