
Tripura Cricket: জেসি লিগে রানার্স সংহতি। ঝুলিতে ৭ পয়েন্ট।
টিএসএন ডেস্ক,২১ জুন।। প্রত্যাশিতভাবেই অমিমাংশিত ভাবে শেষ হলো ব্লাড মাউথ এবং সংহতি ক্লাবের ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মোক্ষম ৩ পয়েন্ট পেলো সংহতি ক্লাব। আসরে তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে রানার্স হলো সঞ্জীব সাহা-র দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথ ক্লাবের…