
Tripura Cricket: মরশুমে দ্বিমুকুট শতদলের।লিড নিয়ে রানার্স হলো জে সি সি।
টিএসএন ডেস্ক,২৫ মে।। প্রত্যাশিতভাবেই অমীমাংসিতভাবে শেষ হলো স্ফুলিঙ্গ এবং জে সি সি-র ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেলো জে সি সি। এবং দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো। শনিবার ইউনাইটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে সরাসরি জয় পেয়ে মরশুমে দ্বিমুকুট দখল করেছিলো বিশ্বজিৎ পালের শতদল সংঘ। মাঠের আউটফিল্ড ভিজে দেখায় প্রথম দিনে এক বলও…