
Tripura Cricket: অসুস্থ ক্রিকেটার নিশিকার পাশে এগিয়ে চলো।
টিএসএন ডেস্ক, ৩জুলাই।। মানবিকতার নিদর্শন। এগিয়ে চলো সংঘের উদ্যোগে। জটিল রোগে আক্রান্ত হয়ে টি এম সি তে ভর্তি ত্রিপুরা জুনিয়র দলের এক প্রতিভাবান ক্রিকেটার। শান্তির বাজারের ওই ক্রিকেটারটির নাম নিশিকা দেববর্মা। গেলো বছর ত্রিপুরা অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলেছিলো ওই বালিকা ক্রিকেটারটি। কিন্তু বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে টি এম সি তে ভর্তি। আর্থিক সমস্যায় জর্জরিত…