
Tripura Cricket: জেসিসি-ইউনাইটেড ফ্রেন্ডসে ভিলেন বৃষ্টি। মীমাংসার সম্ভাবনা ক্ষীণ।
টিএসএন ডেস্ক,২০ মে।। দ্বিতীয় দিনেও বৃষ্টি থাবা। দ্বিতীয় দিনে খেলা হলো মাত্র ৭.৫ ওভার। ফলে অমীমাংসিতভাবেই শেষ হতে চলেছে ইউনাইটেড ফ্রেন্ডস এবং জেসি সির ম্যাচ। এখন দেখার বুধবার শেষ দিনে লিড নিতে পারে কিনা জে সি সি। তবে আবহাওয়া দপ্তরের মতে বুধবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে তৃতীয় দিনে কতটা ম্যাচ হবে তা নিয়েও দেখা…