
Tripura Chess: আগামী ২রা মে থেকে শুরু র্যাপিড দাবা।
টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।। দু’দিনব্যাপী ফি ডে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু ৩ মে। প্রথম বর্ষ ‘লাংনা নি হাদুক’ ওই রেটিং দাবা প্রতিযোগিতা হবে উদয়পুরের স্পোর্টস কমপ্লেক্সে। মোট ৯ রাউন্ডের হবে আসর। প্রথম দিনে সকাল দশটায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসরের সেরা দাবাড়ু প্রাইজবানি বাবদ পাবেন ১০ হাজার টাকা। এছাড়া থাকবে বেশ কয়েকটি পুরস্কার।…