
Tripura Chess: দাবার বোর্ডে দুরন্ত লড়াই আরাধ্যা ও শাক্যের।
টিএসএন ডেস্ক,৬ সেপ্টেম্বর।। দুরন্ত লড়াই করছে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস এবং শাক্য সিনহা মোদকের। গোয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতায়। শনিবার আসরের ষষ্ঠ রাউন্ডের খেলা হয়। বালিকা বিভাগে এদিন তামিলনাড়ুর দীপ্তি জি-র বিরুদ্ধে ৬৪ ঘরের লড়াইয়ে দুরন্ত খেলে জয় ছিনিয়ে নেয় আরাধ্যা। শাক্য সিনহা মোদক পরাজিত করে পশ্চিমবাংলার নরেন্দ্র আগারওয়ালকে। ছয়…