
Tripura Chess: প্রত্যাশিত ভাবেই স্মার্ট গার্ল দাবায় চ্যাম্পিয়ন আরাধ্যা।
টিএসএন ডেস্ক, ২৩ এপ্রিল।। প্রত্যাশিতভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হলো পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ৯ রাউন্ডে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে। প্রথমবর্ষ স্মার্ট গার্ল ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। পাঁচ দিনব্যাপী আসর মঙ্গলবার শেষ হয় এন এস আর সি সি-র দাবা হল ঘরে। আসরে ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে অঙ্কিতা সরকার। ৭ পয়েন্ট…