Tripura Chess: ৮.৫০ পয়েন্ট নিয়ে জাতীয় দাবায় চার নম্বরে রাজ্যের আরাধ্যা।
টিএসএন ডেস্ক,৯ আগস্ট।। চতুর্থ স্থান দখল করলো ত্রিপুরার আরাধ্যা দাস। মহারাষ্ট্রের জলগাঁও অনুষ্ঠিত অনূর্ধ্ব ১১ জাতীয় দাবা প্রতিযোগিতায়। ১১ রাউন্ডে সাড়ে আট পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান দখল করে পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা। শুক্রবার আসরের একাদশ তথা শেষ রাউন্ডে তামিলনাড়ুর ধনশ্রী আরের (১৬৩৩) মুখোমুখি হয়েছিলো ম্যাট্রিক্স চেস একাডেমির দাবাড়ুটি। কালো ঘুটি নিয়ে দুরন্ত…

