Ranji Trophy: ত্রিপুরার ঘাড়ে বাংলার রানের বোঝা। প্রথম ইনিংসে ৩৩৬।
টিএসএন ডেস্ক,২ নভেম্বর।। ত্রিপুরার ঘাড়ে রানের বোঝা চাপাচ্ছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বড় স্কোর গড়ে নিলো সফররত দল। সুদীপ কুমার ঘরামীর শতরানে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলা ৯ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে। সফররত দলের পক্ষে সুদীপ ১০৮ রান করেন। ব্যাটিং উইকেটে যদি তৃতীয় দিনে ত্রিপুরার ব্যাটসম্যানরা…

