Ranji Trophy: ত্রিপুরার রানের চাপে আসাম। লড়ছে ফলোয়ন বাঁচাতে।
টিএসএন ডেস্ক, আগরতলা ।। ত্রিপুরার গড়া পাহাড় সমান রানের নিচে চাপা পড়তে চলেছে আসাম। বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচের তৃতীয় দিনে সোমবার ফলোয়নে পড়বে সফররত দল। এবং মরশুমে প্রথম জয়েরও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ত্রিপুরা। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফি ক্রিকেটে। ত্রিপুরার প্রথম ইনিংসে গড়া ৬০২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে…

