
Tripura Football: রাখাল শিল্ডের ইতিহাসে আজ নতুন যুগের সূচনা ।
টিএসএন ডেস্ক,১১ জুলাই।। রাজ্যের ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সুচনা হলো বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে রাখাল শিল্ড এবং প্রথম ডিভিশনে অংশ নেওয়া ১০টি দলের কোচ, ম্যানেজার ও অধিনায়কদের নিয়ে মাঠে করানো হলো ফটোসেশন। উপস্থিত ছিলেন টি এফ এর অফিস বেয়ারার সহ আজীবন সদস্যরা। এর পূর্বে এই উদ্যোগ আর কখনোই হয়নি রাজ্য…