
Tripura Cricket: আন্ত: স্কুল ক্রিকেটে বড়দোয়ালির বড় জয়।রোহিত বর্মনের অলরাউন্ড পারফরম্যান্স।
টিএসএন ডেস্ক,২২ মে।। রোহিত বর্মনের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই দ্বিতীয় জয় পেলো বড়দোয়ালি স্কুল। ৫২ রানে পরাজিত করলো আনন্দনগর স্কুলকে। পশ্চিম নোয়াবাদি স্কুল মাঠে অনুষ্ঠিত রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে থাকায় এদিন খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৫ এ। সকালে টসে জয়লাভ করে…