Tripura Chess: বুধবার সমাপ্ত হবে টি – রেরা রেটিং দাবা প্রতিযোগিতা।
টিএসএন ডেস্ক,৯ ডিসেম্বর।। খেতাবের দৌড় থেকে পিছিয়ে পড়লো রাজ্যের দুই দাবাড়ু শাক্য সিংহ মোদক এবং মেহেকদ্বীপ গোপ।অষ্টম রাউন্ডে পরাজিত হয়ে। ৮ রাউন্ড শেষে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মহারাষ্ট্রের ইন্দ্রজিৎ মাহিন্দ্রকর এবং আসামের ইফতিখার আলম মজুমদার। আজ সকালে হবে শেষ রাউন্ডের খেলা। এদিন সকালে সপ্তম রাউন্ডে শীর্ষে থাকা দুই দাবাড়ু মুখোমুখি হয়েছিলেন। ঐ ম্যাচটি…

