
Tripura Football: কাল মাঠে নামবে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব। প্রতিপক্ষ শক্তিশালী ঐকতান যুব সংস্থা।
টিএসএন ডেস্ক,১১ জুন।। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবলে এ বছর ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবকে নেতৃত্ব দেবেন জয় কিষান ঘোষ। বুধবার ক্লাবের অফিস বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাব সচিব দেবপ্রসাদ দত্ত। এবছর গড়া হয়েছে লড়াকু দল। এমনই দাবি ক্লাব কর্তাদের। দলে রয়েছে ভিন রাজ্যের দুজন ফুটবলার। ওই ফুটবলাররা হলেন কৌশিক দাস এবং রজনীকান্ত সিনহা। কর্মকর্তা…