Tripura Cricket: তিন ম্যাচে পরাজয়ের বড়ি গিলে বিহার জয়ের ভাবনা ত্রিপুরার।
টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।। তামিলনাড়ুর কাছে প্রত্যাশিত পরাজয়। তাও ইনিংস সহ ২৭৭ রানের বিশাল ব্যবধানে। ৭১-এ প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস ফুরুৎ ৯৭ রানে। ব্যাটার্সদের প্রত্যাশিত ব্যর্থতায় ভরাডুবি ত্রিপুরা দলের। আখেরে বিজয়ী তামিলনাড়ুর যথেষ্ট লাভ হয়েছে। বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে চার রাউন্ড খেলা শেষে মোট ২১ পয়েন্ট প্রাপ্তির সুবাদে এই মুহূর্তে তামিলনাড়ু পয়েন্ট তালিকার শীর্ষে। এলিট…

