টিএসএন ডেস্ক, ২৯ জুন।।
পরাজয়ের হ্যাটট্রিক করলো খোয়াই মহকুমা। অপরদিকে দুটি ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখলো সাব্রুম মহকুমা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে প্লেট গ্রুপে। বিদ্যাপীঠ মাঠে শনিবার মূলত দাপট দেখান প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার সাব্রুমের মতি ত্রিপুরা। মতি-র ভেলকিতে কার্যত কুপোকাৎ হয়ে গেলো খোয়াই মহকুমা। এদিন সকালে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মতি ত্রিপুরার বিষাক্ত স্পিনের সামনে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় খোয়াই মহকুমা। দলের নীচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় অল্প রানে গুটিয়ে যায় খোয়াই মহকুমা। দলের পক্ষে অভিরাজ বিশ্বাস ৫২ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩১, প্রশান্ত দাস ৩১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং প্রসেনজিৎ রুদ্রপাল ২৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। সাব্রুম মহকুমার পক্ষে মতি ত্রিপুরা ২৪ সালের ৭টি এবং সুমিত ত্রিপুরা শূন্য রানের ২টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দল সর্বাধিক ২৫ রান পায় অতিরিক্ত থাকে। এছাড়া দলের পক্ষে বিশ্বজিৎ দেবনাথ ৩৮ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮, নগেন্দ্র ত্রিপুরা ২০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং গোবিন্দ দেবনাথ ৯ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। খোয়াই মহকুমার পক্ষে সুরজ সরকার ৩৭ রানে তিনটি এবং অর্কদ্যুতি দেব ২৯ রানে দুটি উইকেট দখল করেন।
Tripura Cricket: সিনিয়র ক্রিকেটে মতি-র ৭ উইকেট সেমিফাইনালের পথে সাব্রুম মহকুমা।
