টিএসএন ডেস্ক, ২৮ অগাষ্ট।।
২৯ শে আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাদের জন্মদিন। আর তার এই জন্মদিনটিকে প্রতিবছর জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপন করা হয়। সারা দেশের সাথে সেদিন রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা টাউনহলে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রতিভাবান খেলোয়ারদেরকে বিভিন্ন অর্থ রাশি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে সকালে ঊনকোটি নির্মহল এবং আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে হবে যোগা প্রদর্শন। পরেরদিন ত্রিশে আগস্ট রাধারঘাট দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। শুধু আগরতলাতেই নয় বিভিন্ন জেলা ও মহুকুমাতেও অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। বৃহস্পতিবার মহাকরণে দপ্তরের সচিব ডক্টর পিকে চক্রবর্তীকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। এদিন তিনি আরো জানান ৩১ আগস্ট রাজ্যের প্রতিটি মহকুমা ও জেলার রাজ্যস্তরে অনুষ্ঠিত হবে সানডে অন সাইকেল। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প ও মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পের মাধ্যমে এবারের অনুষ্ঠানে রাজ্যের প্রতিভাবান ৩৯ জন খেলোয়ারকে বিভিন্ন অর্থ রাশি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে। তাতে ব্যক্তিগতভাবে প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থানাধিকারীকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া দলগত বিভাগে চ্যাম্পিয়ন দলের প্রতি সদস্যকে পঞ্চাশ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী দলের প্রত্যেককে ২৫ হাজার ও তৃতীয় স্থানাধিকারী দলের প্রত্যেককে সাড়ে বারো হাজার টাকার করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
National sports day: ধ্যানচাঁদের জন্মদিনে ক্রীড়া দপ্তরের নানা কর্মসূচি।
