টিএসএন ডেস্ক,৩ সেপ্টেম্বর।
শক্তিশালী মধ্যপ্রদেশকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ত্রিপুরা। বৃহস্পতি বার থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হতে চলেছে ডা: কে থিম্মাপ্পিয়া স্মৃতি আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট। আলোরের তিন নম্বর মাঠে মধ্যপ্রদেশের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। চার দিনের ওই ম্যাচটি শুরু হওয়ার আগে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেন বিক্রম কুমার দাস-রা। ব্যাঙ্গালুরুর মেঘলা আবহাওয়া কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখলো দু- দলকে। যতটুকু খবর, আজ সকালে আবহাওয়া দেখেই প্রথম একাদশ গড়ার পাশাপাশি টস নিয়ে চিন্তাভাবনা করবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে দলের তিন পেশাদার ক্রিকেটার যোগ দিয়েছেন ত্রিপুরার শিবিরে। ফলে রাজ্য দলের শক্তি অনেকটাই বাড়লো বলা চলে। এদিন সকালে প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন হয় ত্রিপুরা দলের ক্রিকেটারদের। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন ত্রিপুরার ব্যাটসম্যানরা। যতটুকু খবর, পাঁচজন বোলার নিয়ে প্রথম একাদশ সাজাবে ত্রিপুরা দল। সঙ্গে থাকবে অলরাউন্ডার। ত্রিপুরার হয়ে দলনায়ক বিক্রম কুমার দাস এর সঙ্গে সম্ভবত গোড়াপত্তন করবেন পল্লব দাস। এক্ষেত্রে নাম আসছে ঋতুরাজেরও। ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটার চাইছেন আসন্ন জাতীয় মরশুম শুরু হওয়ার আগে এই আসরে ভালো খেলে নির্বাচকদের নজর কেড়ে নিতে।
Tripura Cricket: ব্যাঙ্গালুরুতে কাল ত্রিপুরার সামনে মধ্যপ্রদেশ।
