টিএসএন ডেস্ক, ৪মে।।
ইডেন-গার্ডেনে কেকেআর ও রাজস্থান ম্যাচ নিয়ে ক্রিকেটের পারদ চড়ছে কলকাতায়। রবিবারের এই ম্যাচেও আকর্ষণের কেন্দ্র বিন্দুতে বৈভব সূর্যবংশী। ১৪ বছরের বৈভব প্রথম দুই ম্যাচে দেখিয়েছেন তাঁর ক্রিকেটীয় ” বৈভব”। তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে হতাশ করেছে বিহারের এই কিশোর। তাই চতুর্থ ম্যাচে ফের নিজের জাত চেনাতে মুখিয়ে আছেন কিশোর ক্রিকেটার বৈভব। ইডেনের গ্যালারিতে বসে এই ম্যাচ দেখবেন বৈভবের বাবা – মা ও ঠাকুরমা। সঙ্গে তার দুই কোচ।
রাজস্থানের কাছে এই ম্যাচ গুরুত্বহীন। আই পি এলের প্লে অফ থেকে ছিটকে গেছে রাজস্থান। তবে কে কে আরের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বৈভব সূর্যবংশীর কাছে এই ম্যাচের গুরুত্ব আরো বেশী।কারণ তার খেলা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। চতুর্থ ম্যাচে বৈভব সফল হলে কেউ তাঁকে নিয়ে আর কটাক্ষ করার সুযোগ পাবে না। কেউ বলবে না যা হয়েছে, ভাগ্যের জোরে। কিন্তু ব্যর্থ হলে ফের উঠবে প্রশ্ন।ইতিমধ্যে বৈভবের বয়স নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিন্দুকদের অভিযোগ, বৈভব বয়স ভারিয়ে খেলছে। তাঁর বাবার বক্তব্য, “এটা ঠিক নয়। বিসিসিআই তাঁর বয়স সংক্রান্ত সব টেস্ট করিয়েছে আগেই। এই টেস্ট প্রমাণ করে বৈভবের বয়স কত?”
#Tripura #ipl #cricket #Vaibhav surjyabangshi #kkr#rr#tsn
IPL News: আজ বৈভব জ্বরে কাবু ইডেন ।
