Indian Football: সুপার কাপের আগে বড় ধাক্কা লাল – হলুদ শিবিরে। ইস্টবেঙ্গল ছাড়লেন ক্লেটন সিলভা।

Screenshot 2025 04 18 11 02 57 34 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক, ১৮ এপ্রিল।।  সুপার কাপের আগে বড় সঙ্কটে ইস্টবেঙ্গল। লাল – হলুদ শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন দলের প্রাক্তন অধিনায়ক ক্লেটন সিলভা তিনি ক্লাবের সঙ্গে সমস্ত চুক্তি ভেঙ্গে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক ভাবে ছাড়তে চায় নি। সুপার কাপের আগে কেন ইস্টবেঙ্গল শিবির ত্যাগ করলেন ? ইস্টবেঙ্গল শিবিরের খবর, দলের কোচ অস্কার ব্রুজ়োর সঙ্গে ঝামেলার জন্যই ক্লেটন লাল – হলুদকে আলবিদা জানিয়েছেন। শেষ পর্যন্ত ক্লাব এবং সিলভা উভয়েই আনুষ্ঠানিক ভাবে বিচ্ছেদের বিষয়টি মেনে নিয়েছে।

screenshot 2025 04 18 11 05 28 88 40deb401b9ffe8e1df2f1cc5ba480b129072205397472039140
ইস্ট বেঙ্গল ক্লাব ( ছবি – সংগৃহীত)

গত কয়েকদিন ধরেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার সঙ্গে কোচ অস্কার ব্রুজ়োর সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। কোচ অস্কারের অভিযোগ ক্লেটন “অশৃঙ্খল”। অনুশীলনে দলের নিয়ম নীতিকে মান্যতা দিচ্ছেন না। এই নিয়েই কোচ ও প্রাক্তন অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব শুরু।

আরো খবর পড়ুন

https://tripurasportsnews.com/tripura-football-starts-on-may-7-the-third-division-football/

গত বছর সুপার কাপ দখল করেছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের সুপার কাপ দখলের পেছনে মূল কারিগর ছিলেন ক্লেটন। ২০২২ সালে ক্লেটন যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গলে। গায়ে লাল হলুদ জার্সি জড়িয়ে ক্লেটন ৫৮টি ম্যাচ খেলেছেন।দলের হয়ে বিপক্ষের জালে গোল করেছেন ২০টি।

#Indian #football #eastbengal #club # kleton #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *