টিএসএন ডেস্ক, ১৪ জুলাই।।
জমজমাট লর্ডস টেস্ট। পঞ্চম দিনে নিশ্চিত ভাবে হবে ম্যাচের ফয়সালা। টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৫ রান।ভারতের জন্য থাকবে ৯০ ওভার ২ বল।অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ভারতের ছয়টি উইকেট। এই পরিস্থিতিতে ম্যাচ এখন দাঁড়িয়ে আছে ৫০:৫০ অবস্থানে। জয়ের মুখ দেখতে পারে যে কোনো দল। তবে পাল্লা ভারী ভারতের। কিন্তু চিন্তার বিষয় চতুর্থ দিনের শেষ লগ্নে ভারত তিন ইউকেট হারিয়ে ফেলেছে। তাতে খানিকটা চাপে শুভমন এন্ড কোং।
লর্ডস টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক দল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্রিটিশরা ৩৮৭ রান করে। ভারত-পাল্টা বেট করতে নেমে সম সংখ্যক রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এড করতে নামার পরেই ম্যাচের চরিত্র পাল্টে যায়। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি, ব্রিটিশ ব্যাটাররা। মাত্র ১৯২ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ইতি টেনে দেয় ভারতীয় বোলাররা। ভারতের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় মাত্র ১৯৩ রান।

ম্যাচের চতুর্থ দিনের শেষ লগ্নে ভারত জয়ের রান তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারতীয় ব্যাটসম্যানরা। তাড়াহুড়ো করতে গিয়ে প্রথমেই উইকেট হারালেন ভারতের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান যশস্বী জয়ওসয়াল। তিনি খাতায় খুলতে পারেন নি । মাত্র ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন করুন নায়ার। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ভারতকে বড় ধাক্কা দিয়েছেন ব্রিটিশ বোলার কার্স। ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক শুভমনকে ব্যক্তিগত ছয় রানে আউট করেন। এটা ছিল ভারতের জন্য বড় ঝটকা। শেষে নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামেন বোলার আকাশদ্বীপ সিং। তার সঙ্গে অপর প্রান্তে অপরাজিত রয়েছেন ভারতীয় দলের এই মুহূর্তের অভিজ্ঞ ব্যাটসম্যান লোকেশ রাহুল। পঞ্চম দিনের প্রথম এক ঘন্টা নিঃসন্দেহে আতঙ্কে থাকবে ভারত। এই সময় কাটিয়ে দিতে পারলে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৫রান সংগ্রহ করা কোনো কঠিন কাজ নয়। তবে খুব সন্তর্পনে লর্ডসে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। এই ক্ষেত্রে গুরু দায়িত্ব কাঁধে নিতে হবে অভিজ্ঞ রাহুলকেই।