টিএসএন ডেস্ক, ১৪ অক্টোবর।
মানসিকভাবে পিছিয়ে পড়া ঋজু সাহা- রা বুধবার মুখোমুখি হবে শক্তিশালী ছত্তিশগড়ের । গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের এলিট গ্রুপে। আপাতত দু দলই চারটি করে ম্যাচ খেলে নিয়েছে। চার ম্যাচ খেলে ছত্তিশগড় তিনটি ম্যাচে জয় পেলেও ত্রিপুরা সর্বসাকুল্যে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। বড় কোনও অঘটন না ঘটলে আজ আসরে চতুর্থ পরাজয়ের সম্মুখীন হতে চলেছে ত্রিপুরা। মূলত ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় পরাজয়ের অন্যতম কারণ। তবে ম্যানেজার রিধি রঞ্জন চৌধুরী মনে করেন,আজ ঘুরে দাঁড়াবেই মেয়েরা। শেষ ম্যাচে হিমাচল প্রদেশকে অল্প রানে আটকে দিলেও ব্যাটসম্যানরা দায়িত্ব জ্ঞানহীন ভাবে উইকেট ছুড়ে দিয়ে এসে দলকে বেকায়দায় ফেলে দিয়েছিলেন। পারবে কি ছত্তিশগড়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে ত্রিপুরার মেয়েরা?
Tripura Women Cricket: টি -২০’তে ছত্তিশগড়ের মেয়েদের সামনে রাজ্যের মেয়েরা।


I think 333bbet is amazing. you should try it!