Football News:  ” রোনাল্ডো’ তুমি বাড়ি ফিরে যাও”- গ্যালারিতে ইউরো নোট উড়িয়ে কিংবদন্তী ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে অপমান ।

IMG 20250505 WA0000

টিএসএন  ডেস্ক, ৫ মে।।

        “রোনাল্ডো তুমি বাড়ি ফিরে যাও”- এই স্লোগানের সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে মাঠে আছড়ে পড়ছে ইউরো নোটের বৃষ্টি। অর্থাৎ দর্শকরা গ্যালারি থেকে ইউরো নোট ছুড়ে মারছেন মাঠে ।আর তাতেই স্তম্ভিত  হয়ে দাঁড়িয়ে যান দুই দলের ফুটবলাররা। অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ।ঘটনা বার্সেলোনার ও রিয়েল ভায়াদোলিদ’ র ম্যাচে।

img 20250505 wa00034345878782321913392

শনিবার স্পেনের লা লিগাতে মুখোমুখি হয় বার্সিলোনা ও রিয়েল ভায়াদোলিদ। ম্যাচ সবে মাত্র শুরু, ম্যাচের বয়স  মাত্র ১২ মিনিট। ঠিক তখনই গ্যালারি থেকে ইউরো নোট ছুঁড়ে মারে দর্শকরা। সঙ্গে স্লোগান। তখন মাঠে থমকে যায় ফুটবলারাও। মুহূর্তেই ফুটবলারদের তাল কাটার পর দেখা যায়। দাঁড়িয়ে যায় উভয় দলের ফুটবলাররা। কে করলো এই ঘটনা? নেপথ্যে রিয়েল ভায়াদোলিদ’ র সমর্থকরা। উত্তেজিত সমর্থকরা মোট সব ৫০০ ইউরো নোট ছুঁড়ে দেয়। মোট নোটের পরিমান ৬০ হাজার। অর্থাৎ তিন কোটি ইউরো।
       

img 20250505 wa000212300931179693601428

নোট ছুঁড়ে মারার সময় ভায়াদোলিদ’র সমর্থকরা স্লোগান তুলে “রোনাল্ডো তুমি বাড়ী ফিরে যাও”। এই রোনাল্ড কে? তিনি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও। এক সময় যার পায়ের জাদুতে নেচে উঠতো গোটা বিশ্ব ফুটবল।

img 20250505 wa00013993920302219539778

বর্তমানে রোনাল্ডো রিয়েল ভায়াদোলিদ ক্লাবের মালিক।২০১৮ সালে রোনাল্ডো ক্লাবটি কিনেছিলেন তিন কোটি ইউরো দিয়ে। এই টাকা ক্লাবের সমর্থকরা কিংবদন্তি ফুটবলারকে ফেরত দিতে চেয়েই গ্যালারি থেকে ইউরো নোট ছুড়ে মারে মাঠে। তবে সবগুলি মোটেই ছিল নকল।

     লা লিগাতে এই ম্যাচে রোনাল্ডোর ক্লাব রিয়েল ভায়াদোলিদ’ ২-১ গোলে পরাজিত হয় বার্সেলোনার কাছে। এই পরাজয়ের ফলে লা লিগাতে অবনমন হয় ভায়াদোলিদ’র। তারা নেমে যায় দ্বিতীয় ডিভিশনে। আর তাতেই ক্লাব সমর্থকরা উত্তেজিত হয়ে যায়। এবং তারা এক কাটা হয়ে গ্যারারি থেকে নকল ইউরো ছড়িয়ে দিয়ে রোনাল্ডকে প্রতিবাদ জানান।

#Football #Laliga #Spain#

Real# Valladolid #Club#Barcelona#TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *