টিএসএন ডেস্ক, ২৫ জুন।।
তিন দিনব্যাপী নির্বাচনী শিবির শুরু ২৮ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত। এবছর জাতীয় জুনিয়র বালক, বালিকা এবং সাব জুনিয়ার বালক, বালিকা জাতীয় আসরের অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশগ্রহণের লক্ষ্যে ত্রিপুরা দল গঠনের জন্যই হবে নির্বাচনের শিবির। সাব জুনিয়র বালক এবং বালিকা বিভাগে এক জানুয়ারি ২০১২ সালের পর এবং ৩১ ডিসেম্বর ২০১৩ সালের আগে জন্ম ফুটবলাররা অংশ নিতে পারবে শিবিরে। জুনিয়র বিভাগে এক জানুয়ারি ২০১০ সালের পর এবং ৩১ জানুয়ারি ২০১১ সালের আগে জন্ম ফুটবলাররা অংশ নিতে পারবে। ফুটবলারদের শিবিরে যোগ দেওয়ার সময় বয়সে প্রমাণপত্র, আধার কার্ড, ফটো নিয়ে আসতে হবে। রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী এক বিবৃতিতে খবর জানান।
Tripura Football: তিনদিন ব্যাপী ফুটবলের
নির্বাচনী শিবির শুরু ২৮শে।
