টিএসএন ডেস্ক,২০ নভেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন আম্বেশা দাস। ডেপুটি হিসাবে থাকবেন অনামিকা দাস। অনূর্ধ্ব ২৩ মহিলাদের টি ২০ ক্রিকেটে । ২৪ নভেম্বর থেকে হরিয়ানায় শুরু হবে আসর।এই আসরে অংশ নিতে ২১ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। আসরে অংশ নিতে আজ হরিয়ানা যাবে ত্রিপুরা দল। আসরে ২৪ নভেম্বর তামিল নারু,২৫ নভেম্বর আসাম, ২৭ নভেম্বর উত্তর প্রদেশ, ২৯ নভেম্বর কর্ণাটক এবং ১ ডিসেম্বর চন্ডিগড় এর বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ত্রিপুরা দল: আম্বেশা দাস ( অধিনায়িকা), তানিশা দাস, লক্ষী দেবনাথ, দীপিকা দেব, অনামিকা দাস ( সহ অধিনায়িকা), অন্তরা দাস, মামিতা দেব, সেবিকা দাস, রূপালী দাস, রেশমি নোয়াতিয়া, হয়পায়েল নমঃ, জুয়েল ভোয়াল, বিজয়া ঘোষ, মেগা দাস, অস্মিতা দেবনাথ, পারমিতা চক্রবর্তী, অন্ত রানী নোয়াতিয়া, অভিধা বর্ধন, সুস্মিতা তেলী, আনুষ্কা শীল এবং অঞ্জেল পাল। হেড কোচ : নরেন্দ্র কুমার, সহকারী কোচ ,: তপন কুমার দেব, ফিজিও: পাপিয়া দেবনাথ, এস এন্ড সি: হর্ষিতা কৃষ্ণমূর্তি, ম্যানেজার : পার্থ সারথি গুপ্ত এবং লজিস্টিক ম্যানেজার: প্রদীপ সরকার।
Tripura Football: মহিলাদের টি – ২০ ক্রিকেটে রাজ্য দলের নেতৃত্বে আম্বেশা।


U7777gameapk, been having some real good luck lately! Solid selection of games and the site runs smooth as butter. Check it out if you’re looking for something new. u7777gameapk