
Tripura Football: ছন্নহীন ফুটবল, এগিয়ে চলো – কল্যাণ সমিতির ম্যাচ অমীমাংসিত।
টিএসএন ডেস্ক, আগরতলা।। উদ্বোধনী ম্যাচে পয়েন্ট ভাগ করলো এগিয়ে চলো সংঘ। গেল বছর দ্বিতীয় ডিভিশনে সেরা সম্মান পেয়ে এবছর প্রথম ডিভিশন লিগ ফুটবলে খেলার সুযোগ পাওয়া কল্যাণ সমিতির বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কো জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি শেষ হয় গোল শূন্য হবে।…