টিএসএন ডেস্ক, ৭জুন।।
শুরু হলো ৯ দিনব্যাপী সামার টেনিস কোচিং শিবির। শনিবার সকালে মালঞ্চ নিবাস টেনিস কোর্টে শুরু হয় ওই শিবির। উদ্বোধন করেন রাজ্য সংস্থার সভাপতি বিধান রায়। উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি প্রণব চৌধুরী, সম্পাদক সুজিত রায়, যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহা, চিন্ময় দেববর্মা, কোচ অবিনাশ সাহা এবং ফিটনেস ট্রেনার সম্পা লস্কর সহ বিশিষ্ট অতিথিগণ। প্রতিদিন দু বেলা করে হবে শিবির। সকালে ৭-৯টা এবং বিকেলে ৩.৩০টা- ৫.৩০ পর্যন্ত চলবে শিবির। ওই সামার ক্যাম্পের মধ্য দিয়ে রাজ্যের তরুণ খেলোয়াড়রা আরও বেশি উদযাপিত হবে এবং নতুন কিছু শিখবে যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে বলে মনে করছেন রাজ্য সংস্থার সচিব সুজিত রায়।
#Tripura #Sports #Tennis #summer# camp#tsn
Tripura Tennis: শুরু হলো টেনিসের ৯ দিন ব্যাপী সামার ক্যাম্প।
