আগামী ১১ জুন নিজেদের প্রথম ম্যাচে সরোজ সংঘ খেলবে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। ওই ম্যাচে মাঠে নামার আগে নিজেদের গুছিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে চলছেন দলের কোচ কাম ফুটবলার প্রণব সরকার।
টিএসএন ডেস্ক,২৯ মে।।
গেলো বছর তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে ভালো দল গড়েও চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারেনি সরোজ সংঘ। ফাইনালে ঐকতান যুব সংস্থার বিরুদ্ধে টাই ব্রেকারে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান দখল করে দ্বিতীয় ডিভিশনের খেলা ছাড়পত্র অর্জন করেছিল শহরের জগহরিমুড়ার এই ক্লাবটি।
এবার খেতাব জয় করতে মরিয়া সরোজ সঙ্ঘের
কর্তারা। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য শক্তিশালী দল গড়লো সরোজ সংঘ। ত্রিপুরা সিনিয়র দলের হয়ে খেলা এক ঝাঁক ফুটবলার এবার সরোজ সঙ্ঘের জার্সিতে দেখা যাবে উমাকান্ত মাঠ দাপাতে। আগামী ১১ জুন নিজেদের প্রথম ম্যাচে সরোজ সংঘ খেলবে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। ওই ম্যাচে মাঠে নামার আগে নিজেদের গুছিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে চলছেন দলের কোচ কাম ফুটবলার প্রণব সরকার। স্থানীয় ফুটবলারদের পাশাপাশি মণিপুরে তিনজন ফুটবলার রয়েছে দলে।বুধবার থেকে মূলত প্রস্তুতি শুরু হলেও বৃহস্পতিবার সকালে ‘বার পুজো’ দিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয় ক্লাবে। ‘বার পুজো’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য। মুষলধারে বৃষ্টির মধ্যেই হয় বার পুজো। পুজো শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সরোজ সংঘের সাফল্য কামনা করেন। মরশুমে সরোজ সংঘের জার্সি গায়ে জড়িয়ে মাঠ দাপাবেন রতন কিশোর জমাতিয়া, চুকথার জমাতিয়া, অবর্ণহরি জমাতিয়া, হায়ুং জমাতিয়া, বীর নারায়ণ জমাতিয়া, কর্ণ কলই, বিশ্বজিৎ দেব, সুমিত ধানুক, প্রণব সরকার, প্রীয়ম দত্ত, স্টিফেন ডার্লং, রিচার্ড ত্রিপুরা, জগৎকিশোর জমাতিয়া, এঙ্গার ডার্লং, রাকেশ রিয়াং, পদ্ম রিয়াং এবং রাহুল রিয়াং। মনিপুর থেকে ডিঙ্কু শর্মা ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ওই রাজ্যে আরও দুই ফুটবলার ৩ জুন দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। প্রণবের পাশাপাশি সঙ্ঘের কোচ হিসাবে থাকবেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। সঙ্ঘের সচিব দুলাল সাহা বলেন, প্রায় সাড়ে ৯ লাখ টাকা বাজেটে এবারের দল গড়া হয়েছে। আশা করি ছেলেরা হতাশ করবে না। দলীয় সভ্য সমর্থকদের মুখে হাসি ফোটাবেই। রাজ্যের ফুটবল প্রেমীদের ভালো খেলার পাশাপাশি ক্লাবকে দ্বিতীয় ডিভিশনের সেরা শিরোপা এনে দেবেই।
#tripura #football#B – division #tsn