টিএসএন ডেস্ক, ২৪ মে।।
প্রথম দিনের শেষে চালকের আসনে শতদল সংঘ। বড় কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের আগে গুটিয়ে যাবে ইউনাইটেড ফ্রেন্ডসের প্রথম ইনিংস। এবং সরাসরি জয়ের জন্য ছাপাবে শতদল সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম দিন শতদল সংঘের গড়া ৪১৫ রানের জবাবে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করে ইউনাইটেড ফ্রেন্ডস। শতদল সংঘ আপাতত এগিয়ে রয়েছে ৩৫৭ রানে। শতদল সংঘের পক্ষে পার্থ চন্দন ১৩৫ রানের ঝলমলেই ইনিংস উপহার দেন। এদিন সকালে টসে জয়লাভ করে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন শতদল সঙ্ঘের ব্যাটসম্যানরা। বিপক্ষের বোলারদের অনেকটা গলির বোলারের পর্যায়ে নামিয়ে এনে স্কোরবোর্ড সচল রাখেন শামসের যাদবরা। এদিন ৬৬.৪ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ৪১৫ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে শতদল সংঘ। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন পার্থ চন্দন। ঝড়ো গতিতে ব্যাট করে পার্থ নিজের শতরান করতে ভুল করেননি। পার্থ ৯৩ বল খেলে ছয়টি বাউন্ডারি ও বারোটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৫ রানের চোখ ঝলসানো ইনিংস উপহার দেন। এছাড়া দলের পক্ষে শামসের যাদব ১৩৫ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৮৯, অরিন্দম বর্মন ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, দলনায়ক ভিকি সাহা ২৮ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডার এর সাহায্যে ৩৬, সেন্টু সরকার ৩০ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৭, তেজস্বী জসোয়াল ২৭ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২৪ এবং দ্বীপজয় দে ৪০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ইউনাইটেড ফ্রেন্ডসের পক্ষে সঞ্জয় মজুমদার ৭৪ রানে এবং ঋত্বিক শ্রীবাস্তব ৯২ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ১৯ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে ৫৮ রান করে ইউনাইটেড ফ্রেন্ডস। দলের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং ৩৫ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং নিরুপম সেন চৌধুরী ৩৯ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে বাবুল দে ২৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। শতদল সঙ্গের পক্ষে পার্থ চন্দন ১৮ রানে ২ টি উইকেট দখল করেন। ম্যাচ থেকে সরাসরি জয় পেলেই মরশুমে দ্বিমুকুট জয় করে নেবে বিশ্বজিৎ পালের দল শতদল সঙ্ঘ।
#tripura#agt #cricket #tsn
Tripura Cricket: জে সি লিগে পার্থ’ র দাপটে সুবিধা জনক জনক জায়গায় শতদল।
