টিএসএন ডেস্ক,২২ মে।।
রোহিত বর্মনের অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই দ্বিতীয় জয় পেলো বড়দোয়ালি স্কুল। ৫২ রানে পরাজিত করলো আনন্দনগর স্কুলকে। পশ্চিম নোয়াবাদি স্কুল মাঠে অনুষ্ঠিত রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে থাকায় এদিন খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৫ এ। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বড়দোয়ালি স্কুল নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ৮৬ রান করে। দলের পক্ষে ওপেনার রোহিত বর্মন ১৯ বল খেলে দুটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রানে এবং শুভ্রজিৎ শর্মা ৮ বল খেলে দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যায়। জবাবে খেলতে নেমে আনন্দনগর স্কুল নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাহিল রায় ১৪ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। বড়দোয়ালী স্কুলের পক্ষে রোহিত বর্মন ৬ রানের দুটি উইকেট দখল করে।
#Tripura #agt #inter #school #cricket #tsn
Tripura Cricket: আন্ত: স্কুল ক্রিকেটে বড়দোয়ালির বড় জয়।রোহিত বর্মনের অলরাউন্ড পারফরম্যান্স।
