Tripura Cricket: বালিকাদের রাইজিং কাপ ক্রিকেটে সেমি ফাইনালে ত্রিপুরা।

IMG 20250504 WA0003 1

টিএসএন ডেস্ক,১৮ মে।।পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির ফলে আউট ফিল্ড ভিজে থাকায়। ফলে অপরাজিতভাবে সেমিফাইনালে পৌঁছে গেলো ত্রিপুরা। সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ত্রিপুরা খেলবে মনিপুরের বিরুদ্ধে। প্রথমবর্ষ পূর্বত্তোর রাইজিং কাপ অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেট আসরে। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হওয়ার কথা ছিল সিকিমে। কিন্তু এদিন সকাল থেকে ইলশে গুরি বৃষ্টির ফলে মাঠের আউটফিল্ড ভিজে যায়। আম্পায়ার-‌রা দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলো ত্রিপুরা। সোমবার সেমিফাইনালে ত্রিপুরা খেলবে মণিপুরের বিরুদ্ধে। বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে ম্যাচটি। এখবর জানান রাজ্য দলের ম্যানেজার পার্থ চৌধুরী। গুয়াহাটি থেকে তিনি টেলিফোনে বলেন, দুটো দলই নির্দিষ্ট সময় মাঠে হাজির ছিল। কিন্তু শনিবার রাত থেকে বৃষ্টির পরে আউটফিল্ডে জল জমে যায়। মাঠের কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেনি। কারণ সকাল থেকেই চলছিল ইলসেগুড়ি বৃষ্টি। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেমিফাইনাল ত্রিপুরা ফেভারেট হিসেবে মাঠে নামবে দৃঢ়তার সঙ্গে একথা বলেন ম্যানেজার। এদিন খেলা না হলেও ইন্ডোরে অনেকটা গা ঘামিয়ে নেয় এঞ্জেল পাল-‌রা।‌

পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির ফলে আউট ফিল্ড ভিজে থাকায়। ফলে অপরাজিতভাবে সেমিফাইনালে পৌঁছে গেলো ত্রিপুরা। সোমবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ত্রিপুরা খেলবে মনিপুরের বিরুদ্ধে। প্রথমবর্ষ পূর্বত্তোর রাইজিং কাপ অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেট আসরে। রবিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হওয়ার কথা ছিল সিকিমে। কিন্তু এদিন সকাল থেকে ইলশে গুরি বৃষ্টির ফলে মাঠের আউটফিল্ড ভিজে যায়। আম্পায়ার-‌রা দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলো ত্রিপুরা। সোমবার সেমিফাইনালে ত্রিপুরা খেলবে মণিপুরের বিরুদ্ধে। বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে ম্যাচটি। এখবর জানান রাজ্য দলের ম্যানেজার পার্থ চৌধুরী। গুয়াহাটি থেকে তিনি টেলিফোনে বলেন, দুটো দলই নির্দিষ্ট সময় মাঠে হাজির ছিল। কিন্তু শনিবার রাত থেকে বৃষ্টির পরে আউটফিল্ডে জল জমে যায়। মাঠের কর্মীরা আপ্রাণ চেষ্টা করলেও মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেনি। কারণ সকাল থেকেই চলছিল ইলসেগুড়ি বৃষ্টি। ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেমিফাইনাল ত্রিপুরা ফেভারেট হিসেবে মাঠে নামবে দৃঢ়তার সঙ্গে একথা বলেন ম্যানেজার। এদিন খেলা না হলেও ইন্ডোরে অনেকটা গা ঘামিয়ে নেয় এঞ্জেল পাল-‌রা।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *