টিএসএন ডেস্ক, ১৪ মে।।
গোলের বন্যা। উমাকান্ত মিনি স্টেডিয়াম। আর ওই গোলের বন্যায় ভাসলো আমরা কজনা। জম্পুই জলা প্লে সেন্টারের বিরুদ্ধে। পরাজিত হলো ১৪-১ গোলে। যা রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে মরশুমের সর্বোচ্চ গোল এক ম্যাচে। ম্যাচে হ্যাটট্রিক সহ ১০ টি গোল করেন বিজয়ী দলের এলেক্স দেববর্মা। মূলত এলেক্স এর কাছেই হার মানতে হলো আমরা কজনাকে। ম্যাচের শুরু থেকেই এদিন পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন সুরঞ্জিত দেববর্মা ছেলেরা। গতি দক্ষতা এবং শক্তি তিন বিভাগে বিপক্ষে দলের ফুটবলারদের ছাপিয়ে গেছেন বনবীর কলই রা। প্রথম ভুলের জন্য মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয় জম্পুইজলা প্লে সেন্টারকে। ম্যাচের ১৩,২৩,২৬,৩৫, ৩৬,৩৯, ৪৮ ,৫৩,৭০ এবং ৭৫ মিনিটে বিপক্ষের জালনাড়ান এলেক্স দেববর্মা। এছাড়া ম্যাচ শুধু তিন এবং ৩০ মিনিটের মাথায় কিষাণ দেববর্মা। ৪৬ এবং ৭৩ মিনিটে প্রবাদ কলই গোল করেন। বিজিত দলের পক্ষে ৬৮ মিনিটে কিমন জমাতিয়া একমাত্র গোলটি করেন। রেফারি পল্লব চক্রবর্তী হলুদ কার্ড দেখান বিজয়ী দলের কর্ণ কলই, কৌতল জমাতিয়া এবং বিজিত দলের মৃণাল জমাতিয়াকে।
#Tripura #Football #c – division #tsn
Tripura Football: তৃতীয় ডিভিশন ফুটবল: গোলের বন্যা উমাকান্ত মিনি স্টেডিয়াম।এলেক্স একাই দিলেন ১০ গোল।
