টিএসএন ডেস্ক,১৩ মে।।
অনুষ্কা শীলের নেতৃত্বে আজ গুয়াহাটি যাচ্ছে ত্রিপুরা দল। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ পূর্বোত্তর রাইজিং কাপ অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেট আসর। আসর চলবে ২০ মে পর্যন্ত। ১৫ মে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা খেলবে মিজোরামের বিরুদ্ধে। আসরে ত্রিপুরাকে ‘বি’ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে সিকিম, মেঘালয় এবং মিজোরাম। ১৬ মে মেঘালয় এবং ১৮ মে সিকিমের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ওই আসরে অংশ নিতে রওনা হওয়ার আগে মঙ্গলবার হালকা প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার ক্রিকেটাররা। দুদিনের ক্রমাগত বৃষ্টিতে মাঠের আউটফিল্ড ভিজে থাকায় ঠিকমতো অনুশীলন করতে পারেনি এঞ্জেল পাল-রা। তারপরও কোচ দেবব্রত চৌধুরী আসরে ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী। এক সাক্ষাৎকারে ত্রিপুরার কোচ দেবব্রত বলেন, আমার দল যথেষ্ট ব্যালেন্সড। আশা করি মেয়েরা হতাশ করবে না। ওই রাজ্যে ব্যাটে বলে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেই। তবে আরও কয়েকদিন অনুশীলন করার সুযোগ পেলে ভালো হতো। ত্রিপুরার দলে রয়েছে অনুষ্কা শীল ( অধিনায়িকা) , এঞ্জেল পাল ( সহ অধিনায়ক), অভিজ্ঞা বর্ধন, রিমশা কর্মকার, পূর্বা চৌধুরী, দিয়া সরকার, শ্যামশ্রী সেন, অনুভা পাল, অস্মিতা রায়, ক্রিস্টিনা রেমা, অঙ্কিতা পাটারি, তানিয়া দেব, নাদ্রিনা বড়ুয়া, সায়ন্তিকা সূত্রধর এবং তামান্না দাস। হেড কোচ: দেবব্রত চৌধুরী, কোচ: মাম্পি দেবনাথ, ফিজিও: পাপিয়া দেবনাথ, ট্রেনার: সুখেন্দু দে এবং ম্যানেজার পার্থ চৌধুরী । দলনায়িকা অনুষ্কা শীলও ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী।
#tripira #women #cricket #raising #cup #cricket#tsn