টিএসএন ডেস্ক,৬ মে।।
তিন দিনব্যাপী রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু ৯ মে। এন এস আর সি সি-র ভারত্তোলন হল ঘরে হবে রাজ্য আসর। ৯ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধন করবেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা এবং পদ্মশ্রী ড: দীপা কর্মকার। সাবজুনিয়র, জুনিয়র এবং সিনিয়র — ওই তিন বিভাগে হবে আসর। ১১ মে সন্ধ্যা পাঁচটায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, রাজ্য টেনিস সংস্থার সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা এবং রাজ্য ভারত্তোলন সংস্থার সচিব দুলাল কর্মকার। রাজ্য আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য সংস্থার কর্তারা। এ খবর জানান রাজ্য সংস্থার সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ। এদিকে গেলো বছর ধানবাদে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় পাওয়ার লিফটিং এবং শিলচর অনুষ্ঠিত পূর্বোত্তর প্রতিযোগিতার পদক জয়ীদের উদ্বোধনী অনুষ্ঠানের সংবর্ধনা জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে দুটি আসরে প্রায় ১৭ জন খেলোয়াড় পদক জয় করেছিলেন।
#Tripura #Power #Lifing #competition#TSN
Tripura Sports: আগামী ৯মে শুরু হচ্ছে রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতা।
