টিএসএন ডেস্ক, ৪মে।।
গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে সুপার সিক্সে উঠলো এগিয়ে চলো সংঘ। রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে চলো সংঘ ১৩২ রানের বড় ব্যবধানে পরাজিত করে নিউ প্লে সেন্টারকে। মৌচৈতি দেবনাথের দুরন্ত শতরানে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে এগিয়ে চলো সংঘ নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলকে বড় স্কোর করাতে মুখ্য ভূমিকা নেন ওপেনার মৌচৈতি দেবনাথ । দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওই ওপেনারটি। মৌচৈতি ৬৮ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০৮ রানে এবং অন্নপূর্ণা দাস ১০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে মেঘা সরকার ২৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। জবাবে খেলতে নেমে নিউ প্লে সেন্টার মাত্র ৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিষ্টু মালাকার ১১ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায়ে ১০ রান। এগিয়ে চলো সংঘের পক্ষে অন্নপূর্ণা দাস ১২ রানে ৩টি এবং তনুশ্রী সাহা ২ রানে দুটি উইকেট দখল করেন।
#Tripura #women #Cricket #TSN
Tripura Cricket: মহিলা ক্রিকেটে মৌচৈতির অপরাজিত শতরান। সুপার সিক্সে এগিয়ে চলো।
