Indian Football : ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে ইস্টবেঙ্গল – মোহনবাগানের “ট্যাগ অফ ওয়ার” ।

IMG 20250504 WA0001

টিএসএন ডেস্ক, ৪ মে।।

                   ব্রাজিলিয়ান তারকা ফুটবলারদের নিয়ে টানাটানি বাংলার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। ব্রাজিলিয়ান তারকা রবসন আসছেন মোহনবাগানে। এই খবরে তোলপাড় হয়ে গিয়েছিল বাংলার ফুটবল অলিন্দ। ব্রাজিলের বিশ্ব তারকা নেইমারের বিরুদ্ধে খেলা রবসনকে নিয়ে মজে উঠেছিল মোহনবাগান  সমর্থকরা।শেষ পর্যন্ত তাতে জল ঢেলে দেন মোহনবাগান ক্লাব কর্মকর্তারা।

        রবসনের রেশ কাটতে না কাটতেই বাংলার আরেক ক্লাব ইস্টবঙ্গল  মেতে উঠেছে আরেক ব্রাজেলিয়ানকে নিয়ে। তিনি মিগুয়েল ফেরেরা। তিনি বর্তমানে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন তার সঙ্গে দারুন সম্পর্ক লাল হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে। অস্কারের অধীনেও খেলেছেন ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেরা। খবর অনুযায়ী মিগুয়েলের সঙ্গে লাল হলুদ শিবিরের কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী কিছুদিনের মধ্যেই তিনি ইস্টবেঙ্গল শিবিরে স্বাক্ষর করতে চলছেন।

img 20250326 wa00004446408328069444349

ফুটবলবোদ্ধারা বলছেন, ইস্টবেঙ্গলকে চাপে রাখতে প্রতিপক্ষ মোহনবাগান রবসনকে আনার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত টেকনিক্যাল কারণে মোহনবাগানের স্বপ্ন অধরাই থেকে যায়। এবার সুযোগ বুঝে মোহনবাগানকে টেক্কা দিতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে ধরতে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত মিগুয়েল ফারেরাকে লাল হলুদ শিবির দলে আনতে পারবে কিনা তা সময়েই বলবে।

#Tripura #West #Bengal #football#Mohanbagan #Eastbengal #TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *