Tripura Cricket: সুপার ফোর:‌অমিতের শতরান। তিন পয়েন্ট কসমোপলিটনের ঝুলিতে।

IMG 20250423 192841

টিএসএন ডেস্ক, ৪মে।।

প্রত্যাশিতভাবে অমীমাংসিত ভাবে শেষ হলো পোলস্টার এবং কসমোপলিটনের ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মোক্ষম ৩ পয়েন্ট পেলো কসমোপলিটন ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে পোলস্টারের গড়া ১২৬ রানের জবাবে কসমোপলিটন ক্লাব প্রথম ইনিংসে ১১১ রান করেছিলো। ৮৫ রানে পিছিয়ে থেকে পোলস্টার ক্লাব দ্বিতীয় ইনিংসে খেলা শেষ বল পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। পোলস্টারের আদিত্য যাদব শতরান করেন। প্রথম দিনের ৭ উইকেটে ১৬৮ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরও ৪৩ রান যোগ করার ফাঁকে শেষ তিনটি উইকেট হারায় কসমোপলিটন ক্লাব। দলের পক্ষে শংকর পাল ১০৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৪৮, কৃষ্ণধন নমঃ ৬৪ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং সৌরভ কর ৬৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। পোলস্টারের পক্ষে পাউরুশ মিশ্র ৬০ রানে পাঁচটি উইকেট দখল করেন। ৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং অনুশীলন করে নেন কর্ণ দেবনাথের ছেলেরা। দল দ্বিতীয় ইনিংসে ৫৮ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন আদিত্য যাদব। আদিত্য সাতাশি বল খেলে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন। এছাড়া দলের পক্ষে দ্বীপায়ন দেববর্মা ৭১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে আটষট্টি, তনয় মন্ডল বিরানব্বই বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪, নীল দেববর্মা ৩১ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১ এবং চিরঞ্জীব দেবনাথ ১৭ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে কুড়ি রান করেন। কসমোপলিটনের পক্ষে শংকর পাল ৫০ রানে এবং রিয়াদ হোসেন ৭৭ রানের দুটি করে উইকেট দখল করেন।‌

#Tripura #Cricket #Super #Four #JM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *