Tripura women Cricket: খেতাব জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ফেভারিট ব্লাডমাউথ।

IMG 20250428 WA0002

টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।।
          খেতাবের স্বপ্ন নিয়েই মঙ্গলবার থেকে মাঠে নামছে গেলো বারের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাব। প্রতিপক্ষ নিউ প্লে সেন্টার। টি আই টি মাঠে সকাল পৌনে নয়টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেটে। উদ্বোধনী দিনে হবে ছয়টি ম্যাচ। টি আই টি মাঠে দুপুর ১ টায় চাম্পামুরা কোচিং সেন্টার খেলবে ইউনাইটেড বি এস টি’র বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সকাল পৌনে নয়টায় এগিয়ে চলো সংঘ খেলবে বিদ্যাসাগর ইউ এম বি দলের বিরুদ্ধে, দুপুর ১ টায় তরুণ সংঘ খেলবে কর্নেল কোচিং সেন্টারের বিরুদ্ধে, এম বি বি স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় মৌচাক খেলবে এ ডি নগর প্লে সেন্টারের বিরুদ্ধে এবং দুপুর একটাই ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। আসরে ভালো ফলাফল করতে সব কটি দলই ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে। গেলোবারের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাবকে এ বছর নেতৃত্ব দেবেন ত্রিপুরা সিনিয়র মহিলা দলের অন্যতম ক্রিকেটার রিজু সাহা। ডেপুটি হিসেবে থাকবেন অম্বিকা দাস।

সিনিয়র মহিলা টি-‌২০ ক্রিকেট

এছাড়া দলে রয়েছেন পূজা পাল, অম্বেশা দাস, অনামিকা দাস, দেবাদ্রিতা দেব, মমিতা দাসের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। ফলে এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে ব্লাড মাউথ ক্লাব নিজেদের তৈরি করে রেখেছে। ব্লাড মাউথকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে এগিয়ে চলো সংঘ, এ ডি নগর, চাম্পামুরা এবং ইউনাইটেড ফ্রেন্ডস এমনই আশা করা হচ্ছে। এদিকে আসরে এগিয়ে চলো সংঘ কে নেতৃত্ব দেবেন ত্রিপুরা সিনিয়র মহিলা দলের অধিনায়িকা অন্নপূর্ণা দাস। এছাড়া দলে রয়েছেন মৌচৈতি দেবনাথের মতো ত্রিপুরা সিনিয়র দলের ক্রিকেটাররা। এদিকে এক ঝাঁক নতুন মুখ নিয়ে এবার মাঠে নামছে এডি নগর প্লে সেন্টার। দলকে নেতৃত্ব দেবেন পাপিয়া বাউল। গেলোবছর সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল এ ডি নগরকে। এবার এক ঝাঁক নতুন মুখ হওয়ায় তেমন আশা দেখছেন না প্লে সেন্টারের কর্তারা। তবে বিশ্বাস করেন, প্রতিটি দলকেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মেয়েরা। দলে রয়েছেন মৌমিতা দাস, ঋত্তিকা পাল এর মত প্রতিভাবান ক্রিকেটার। জানা গেছে আগরতলা প্লে সেন্টার এবারও ভালো দল গড়েছে। দলে রয়েছে এঞ্জেল পাল সহ বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার।

#Tripura #Women #Cricket #Tournament #TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *